Do you know how to get downtown?
তুমি কি জান কিভাবে ডাউন টাউন যেতে হয়?
সাধারন গতি:
ধীর গতি:
নাম | ইংরেজি / Bengali | ধীরে | সাধারণ |
---|---|---|---|
Sharon: |
Hi George, do you know how to get downtown? এই জর্জ, তুমি কি জানো কি করে জাউন টাউন যেতে হয়? |
||
George: |
Sure. Why are you going there? অবশ্যই। তুমি সেখানে যাচ্ছ কেন ? |
||
Sharon: |
আমি একটি নূতন কম্পিউটার কিনতে চাই। |
||
George: |
ঠিক আছে, তুমি কি গাড়ি চালাচ্ছ? |
||
Sharon: |
হ্যাঁ, |
||
George: |
Go straight down this road. When you get to the second light, take a left. Then get on the highway and take exit 52. সোজা এ রাস্তা ধরে যাও। যখন দ্বিতীয় বাতিতে আসবে তখন বামে মোড় নিবে। এরপর হাইওয়ে ধরে এক্সিট ৫২ ধরে যাবে। |
||
Sharon: |
That sounds really complicated. Can you tell me again? Which road do I take first? শুনে বেশ জটিল মনে হচ্ছে। তুমি কি আবার আমায় বলতে পারবে? প্রথমে আমি কোন রাস্তা নেব? |
||
George: |
You go down this road, then at the second light turn left. That road is "Main street." তুমি এ রাস্তা ধরে যাও। যেখানে দ্বিতীয় বারি দেখবে সেখানে বাম দিকে ঘুরবে। ওই রাস্তা হল প্রধান সড়ক। |
||
Sharon: |
ঠিক আছে, মনে হচ্ছে এবার আমি পারব। |
||
George: |
Why are you buying a new computer anyway? Didn't you just get one a few months ago? তুমি কিসের জন্য নূতন কম্পিউটার কিনতে যাচ্ছ? কয়েক মাস আগেই একটি কিনেছিলে, তাই না? |
||
Sharon: |
Yes, but it doesn't work anymore. ঠিক, কিন্তু সেটি আর কাজ করছেনা। |
||
George: |
কোথেকে কিনেছিলে? |
||
Sharon: |
ওয়াল-মার্ট থেকে। |
||
George: |
I think you're computer should still be under warranty. You can bring it back to them and they'll fix it for free. আমার মনে হয় তোমার কম্পিউটার এখনও ওয়ারেন্টির আওতায় রয়েছে। তুমি এটি তাদের কাছে নিতে পারো আর ওরা বিনামূল্যে ঠিক করে দিবে। |
||
Sharon: |
I think you're right. I didn't think about that. I should go talk to them about it. Where is the closest Wal-Mart? তুমি ঠিকই বলেছ। আমি সে বিষয়ে ভাবিনি। আমার ওদের সঙ্গে কথা বলতে যাওয়া উচিত । সব চেয়ে নিকট য়াল-মার্টটা কোথায়? |
||
George: |
It's about 2 blocks from here. I have to go there to get some stuff now anyway. Do you want to follow me? এখান থেকে ২ ব্লক পরেই। সেখান থেকে কিছু জিনিস কিনতে আমাকে যেতে হবে। তুমি কি আমার পিছে পিছে আসবে? |
||
Sharon: |
হাঁ। |