Making a webpage.
Lesson 95 Level 3
Making a webpage.
ওয়েব পেইজ তৈরী করা

সাধারন গতি:

ধীর গতি:

নাম ইংরেজি / Bengali ধীরে সাধারণ
Peter:

Hi Liz. Are you working on your webpage now?

এই যে লির্জ। তুমি কি এখন তোমার ওয়েব পেইজ নিয়ে কাজ করছ?

volume_up volume_up
Liz:

No, I'm still waiting for you to send me that image file for the homepage?

না, আমি তোমার জন্য অপেক্ষা করছি, তুমি আমাকে ইমেজ ফাইল পাঠাবে হম পেজের জন্য।

volume_up volume_up
Peter:

You mean you didn't get it? I sent it to you over an hour ago.

তাহলে তুমি ওটা পাওনি? আমি তো এক ঘন্টার ও আগে তা তোমাকে পাঠিয়েছি।

volume_up volume_up
Liz:

Let me check. It's going to take a second 'cause I have to start up my computer.

আমাকে দেখতে হবে। একটু সময় লাগবে কারণ আমাকে আমার কম্পিউটার চালু করতে হবে।

volume_up volume_up
Peter:

OK. Did you get it?

আচ্ছা। তুমি কি পেয়েছ?

volume_up volume_up
Liz:

One second. I just have to open my web browser and check my hotmail account.

এক সেকেন্ড। আমাকে আমার ওয়েব ব্রাউজার খুলে ই-মেইল এ্যাকাউন্ট দেখতে হবে।

volume_up volume_up
Peter:

OK.

ঠিক আছে।

volume_up volume_up
Liz:

OK, here it is. I got it.

আচ্ছা, এই যে এটা। আমি পেয়েছি।

volume_up volume_up
Peter:

How do I find the webpage? I tried to search for it on Yahoo but I couldn't find it.

আমি কিভাবে ওয়েব পেইজটা পাব? আমি ইয়াহুতে খুঁজতে চেষ্টা করেছি কিন্তু পাইনি।

volume_up volume_up
Liz:

Don't use Yahoo, use Google.

ইয়াহু নয়, গুগল ব্যবহার করো।

volume_up volume_up
Peter:

I tried that also and it didn't work.

আমি সেটাও চেষ্টা করেছি, কিন্তু কাজ হল না।

volume_up volume_up
Liz:

If you go to Google and search for my name, you should be able to find it.

গুগলে গিয়ে তুমি যদি আমার নাম খোজ কর, তাহলে পেতে পারবে।

volume_up volume_up
Peter:

OK. Let me try that. I see it now.

ঠিক আছে। আমি চেষ্টা করছি। এখন দেখতে পেলাম।

volume_up volume_up