নাম | ইংরেজি / Bengali | ধীরে | সাধারণ |
---|---|---|---|
Karen: |
I'm going shopping. Do you want to come? আমি শপিংয়ে যাচ্ছি। তুমি কি আসতে চাও? |
||
Jason: |
I thought you went shopping yesterday. তুমি গতকাল শপিংয়ে গেলে, না? |
||
Karen: |
I did, but an old friend called me last night and invited me to his birthday party. I need to buy a gift for him. গিয়েছিলাম, কিন্তু আমার অনেক দিনের এক বন্ধু গত রাতে ফোন করেছিল তার জন্মদিনের পার্টিতে নিমন্ত্রণ করে। তার জন্য একটা উপহার কেনা দরকার। |
||
Jason: |
I see. What are you going to get him? ও আচ্ছা। তুমি তাকে কি দিতে চাও? |
||
Karen: |
I really have no idea what he likes. I haven't seen him in a long time. What do you think? সে কি পছন্দ করে আমি ঠিক জানি না। অনেকদিন ধরে তাকে আমি দেখিনি। তোমার কি মনে হয়? |
||
Jason: |
একটা কেক দেবে? |
||
Karen: |
Well, that's a good idea, but I think I should probably get him something else, like something he can wear. তুমি যা বললে তা মন্দনয়, তবে মনে হয় আমার তাকে অন্য কিছু দেওয়া উচিত, এমন কিছু যা সে পরতে পারে। |
||
Jason: |
How about a sweater? I saw a really nice one in the mall the other day. Maybe we can go there and take a look. সোয়েটার হলে কেমন হয়? সেদিন দোকানে একটা খুব ভাল সোয়েটার দেখেছিলাম। সেখানে গিয়ে আমরা দুজনে এরবার দেখতে পারি। |
||
Karen: |
ঠিক আছে, কোন দোকানে ছিল ওটা? |
||
Jason: |
It was at Macy's. I think they're having a sale this weekend. মেসিতে। আমার মনে হয় এ সপ্তাহান্তে তারা সেল দিচ্ছে। |
||
Karen: |
Oh, that's a really nice store. I like the clothes there. ওহ, ওটা খুব ভাল দোকান। সেখানকার কাপড় চোপড় আমার ভাল লাগে। |